Home / রাজনীতি / জামাত প্রসঙ্গে ভিন্ন মতে মির্জা ফখরুল এবং ড.কামাল

জামাত প্রসঙ্গে ভিন্ন মতে মির্জা ফখরুল এবং ড.কামাল

ঢাকা: জামায়াতে ইসলামীকে নিয়ে সম্প্রতি গনফোরামের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য সাংঘর্ষিক বলেই মনে করছেন সাধারণ মানুষ ।

গত শনিবার আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির সভাশেষে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এ সময় তিনি বলেন, জামায়াতকে নিয়ে কোনো দিন রাজনীতি করিনি, করবও না। জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে জামায়াত ছাড়তে হবে, এ কথা এখন বলাই যায়।

বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হবে কি না-এ প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি বলেন, আমিতো মনে করি জামায়াত ছেড়ে আসতে বিএনপিকে চাপ দেওয়া যেতে পারে।

বিএনপির সঙ্গে জামায়াত থাকলে ভবিষ্যতে জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জামায়াত নিয়ে কোনো রাজনীতি নয়, অবিলম্বে এ বিষয়ে সুরাহা চাই।

অন্যদিকে সোমবার সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে ড. কামালের উপস্থিতিতে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতকে বাদ দেয়ার বিষয়ে যে বক্তব্য সেই বক্তব্য ড. কামাল হোসেনের ব্যাক্তিগত ।

তিনি বলেন, এটা তার ও গনফোরামের বক্তব্য। ঐক্যফ্রন্টে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

মির্জা ফখরুল আরো বলেন, জামায়াত নিয়ে কামাল হোসেনের বক্তব্য গণফোরামের। এটি ঐক্যফ্রন্টের বক্তব্য নয়। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে এ নিয়ে এখনও কোনো আলাপ-আলোচনা করিনি।

জামায়াত ইস্যুতে ঐক্যফ্রন্টে ফাটল ধরবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরার সুযোগ নেই। অটুট থাকবে। কারণ আমরা অভিন্ন দাবিতে একসঙ্গে আন্দোলন করছি।

জামায়াতের থাকা ও না থাকা নিয়ে কামাল ও ফখরুলের এই বক্তব্যটি সাংঘার্ষিক বলেই মনে করছেন সাধারণ মানুষ ।

প্রসঙ্গত, গত বছরের ১৩ অক্টোবর সরকারবিরোধী জোট হিসেবে প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেনের নেতৃত্বে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে জাতীয় ঐক্যফ্রন্টের। শুরু থেকে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এই জোটের অন্যতম সংগঠক হিসেবে থাকলেও শেষ মুহূর্তে তাকে ছাড়াই বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডির সমন্বয়ে এ জোট গঠিত হয়।

Leave a Reply

x

Check Also

নৌকা

দশমিনায় নৌকার প্রচারনায় লিফলেট বিতরনে মাঠে দশমিনা যুবলীগের সাধারন সম্পাদক

মোঃ আরিফুর রহমান ঝন্টু,দশমিনা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী – ৩(দশমিনা ...