Home / সারাদেশ / ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে ভিলেজ লাইনের চাপায় নিহত ১ ,আহত১ ।

ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে ভিলেজ লাইনের চাপায় নিহত ১ ,আহত১ ।

মোঃ মামুন রেজা, ধামরাই, প্রতিনিধি: ঢাকা ধামরাইয়ে ঢাকা আরিচামহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাথুলী বাসষ্টান্ডে ভিলেজ লাইন সাথে অটোভেন মুখমুখি সংঘর্ষে মাথায় চাপা লেগে আসমা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে।

আজ শনিবার (২০অক্টোবর) বেলা ১১ ঘটিকার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসমা বেগমেল বাড়ী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর গ্রামের মো: এসহাক মিয়ার স্তী নিহত ,

এবং মোঃ এসহাক মিয়া (৫০) আহত।

এই ব্যাপারে এলাকাবাসি বলেন, অটোভেনে থাকা আসমার মাথায় আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে ।

এ ব্যাপারে হাইওয়ে থানার পুলিশ জানান, বাথুলী থেকে বকচর যাওয়ার পথে বাথুলী বাসষ্টান্ডে ভিলেজ লাইনের সাথে বকচরগামী অটোভেনের মুখমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে অটোভেনের আসমা বেগমের মৃত্যু হয়।

Leave a Reply

x

Check Also

ঐতিহ্যবাহী ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলন অনুষ্ঠিত

শ্রীমন্ত নদের কূল ঘেঁষে প্রকৃতির মনোরম পরিবেশে অবস্থিত ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয় ...